বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৮:০২ অপরাহ্ন

নেইমারের দুঃখ

স্পোর্টস প্রতিদিন
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৯
  • ৬৭ এই মুহুর্তে
  • শেয়ার করুন

বর্তমান বিশ্বের তৃতীয় সেরা ফুটবলার বলা হয় নেইমারকে। নেইমারের সামনে থাকা সেই দুই তারকা মেসি এবং রোনালদো তাদের কাজগুলো করছে ঠিক ভাবেই। কিন্তু পারছেননা কেবল নেইমারই।

মৌসুম শেষে হিসাবের খাতা খুলে বসলে দেখা যায় নেইমারের থেকেও অনেক ভালো খেলছেন অনেকেই। অনেকেরই নাম ডাক আসছে। কিন্তু নেইমারের নামটাই নেই।

থাকবেই বা কিভাবে? বার্সাতে যতদিন ছিলেন তার নাম ছিল সর্বত্র। কিন্তু বার্সালোনা ছেড়ে যেইনা পিএসজিতে পাড়ি জমিয়েছেন অমনি তার সাথী হয়েছে ইনজুরি। আর ইনজুরি আক্রান্ত হয়ে মৌসুমের অর্ধেকটাই বাইরে কাটালে নাম আসবেই বা কিভাবে?

২৩ জানুয়ারী থেকে মাঠের বাইরে আছেন নেইমার। পায়ের মেটারসালই ভেঙে গিয়েছিল তার। আঘাত পেয়ে মৌসুমের অর্ধেকটাই মিস করেছেন তিনি।

একজন খেলোয়াড় মৌসুমে কতটা ম্যাচ খেলেন? অনেকের ম্যাচই হয় ৪০ বা তার বেশি। কেউ কেউ তো মৌসুমে ৫০ টির বেশি ম্যাচ খেলেন।

নেইমারের সতীর্থ এমবাপ্পে চলতি মৌসুমে ম্যাচ খেলেছেন ৩৯টি। গোল করেছেন ৩৩টি, অ্যাসিস্ট করেছেন ১৭টি। মেসি এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন ৪২টি। গোল করেছেন ৪৫টি, অ্যাসিস্ট করেছেন ২১টি।

সেখানে নেইমার চলতি মৌসুমে মাত্র ২৩টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। এই ২৩ ম্যাচেই ২০ গোল এবং ১১টি অ্যাসিস্ট করেছিলেন তিনি।

নেইমারের অবর্তমানে পিএসজি বিদায় নিয়েছে চ্যাম্পিয়নস লিগ থেকে। লিগেও আগের মত জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। সর্বশেষ ২ ম্যাচেই হজম করেছে ৮ গোল।

তাই নেইমার যদি পুরোপুরি ফিট থাকত তাহলে নিশ্চই তার পারফর্মেন্সের গ্রাফটা আরও সেরা হত এবং তখন মেসি রোনালদোদের সাথেই তার নামটাও উচ্চারিত হত। কিন্তু ইনজুরিই তাকে সে পর্যন্ত যেতেই দিল না।

এই ক্যাটেগরির আরো খবর

ব্রেকিং:

সেমিফাইনাল খেলার পথে বাংলাদেশের একটাই সমস্যা

বার্সালোনার সামনে সুযোগ রিয়ালকে বিধ্বস্ত করার

তিন ম্যাচ নিষিদ্ধ রিয়াল মাদ্রিদ তারকা

ভিনিসিয়াস জুনিয়র বিশ্বের সেরা প্লেয়ার: বেলিংহাম

বার্সার কপাল ভালো, ইনজুরিতে ভরপুর পোর্তোর স্কোয়াড

তিনটি বিষয়ের জন্য মনে হয় বাংলাদেশের সেমিফাইনাল খেলা সম্ভব

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচের একাদশ চূড়ান্ত!

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের একাদশে নেই রিয়াদ

পিএসজি বনাম নিউক্যাসল, বার্সালোনা বনাম পোর্তো

বেলিংহামের ম্যাজিক, ভালভার্দের বুলেট গোল, আবারও কামব্যাক রিয়ালের