২০১৩ সালের এপ্রিল মাসের ২৩ তারিখ। এই তারিখটি জামাইকান কিংবদন্তি ক্রিকেটার হেনরি গেইলের মনে থাকবে আজীবন। কিন্তু কেন? কারণ এদিনই যে তিনি ছক্কা বন্যা বইয়ে দিয়েছিলেন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর। এই ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নামে আরসিবি।
শুরু থেকেই প্রতিপক্ষের বোলারদের তুলোর মত তুলোধোনা করতে থাকেন গেইল। মাত্র ৬৬ বলে সেই ম্যাচে ১৭৫ রান করেছিলেন গেইল যা আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ ব্যাক্তিগত রান।
এই রান করার পথে গেইল ছক্কা মেরেছিলেন ১৭টি। চার মেরেছিলেন ১৩টি।
গেইল এই ম্যাচে প্রথম ১০০ রান করেছিলেন মাত্র ৩০ বলে যা টি-টুয়েন্টিতে এখনো পর্যন্ত সবচেয়ে দ্রুত শতকের রেকর্ড। একই সাথে টি-টুয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও গড়েছিল সেদিন। মোট ২১টি ছক্কা মেরেছিল গেইলের দল।