বাংলাদেশে স্পানিশ লা লিগার রয়েঝে কোটি কোটি ভক্ত। সেই ভক্তদের কথা মাথায় রেখে লা লিগা তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বিভিন্ন সময় বাংলায় পোস্ট করে।
সেই লা লিগার ক্লাব বার্সালোনারও লাখ লাখ ভক্ত রয়েছে। সেই ক্লাবেই আবার খেলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি যার কিনা অসংখ্য ভক্ত রয়েছে এই দেশে। মেসি যখন এই্ দেশে এসেছিলেন তখনই তা দেখে গেছেন।
এবার সেই ভক্তদের কথা মাথায় রেখেই বাংলায় পোস্ট করলেন লিওনেল মেসি। নিজের ৮৯ মিলিয়ন ফলোয়ারের পেজে পোস্ট করে মেসি বাংলায় লিখেছেন, ‘সব সময় আমাদের সাথে।’
পোস্টটিতে বাংলা ছাড়াও স্প্যানিশ ও ইংরেজিতে একই কথা লিখেছেন বার্সা প্রাণভোমরা।
মেসির কাছ থেকে এমন পোস্ট পেয়ে উচ্ছসিত টাইগার ভক্তরা। কেউ কেই নিজের ভালোবাসার কথা প্রকাশ করেছেন সেখানে। কেউ আবার প্রয়াত কোচের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।