সেই জানুয়ারীর ২৩ তারিখ থেকে মাঠের বাইরে ছিলেন নেইমার। এরপর অনেক গুলো ম্যাচ মিস করেছেন তিনি। অনেকগুলো গুরুত্বপূর্ন ম্যাচ দেখতে হয়েছে দর্শক আসনে বসে। তার না থাকার সময়ে পিএসজি বিদায় নিয়েছে চ্যাম্পিয়নস লিগ থেকে। তাই ইনজুরিটা নেইমারের জন্য ছিল বেশ হতাশারই।
সেই হতাশার ইনজুরি থেকে ফিরে এসেছেন নেইমার। একটি ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। এরপর গতরাতেই প্রথম শুরুর একাদশে ছিলেন এই ব্রাজিলিয়ান তারকা।
ম্যাচে শুরুতেই তার ঝলক দেখে প্যারিসের মানুষ। ম্যাচের একেবারে শুরুতেই গোল পেতে পারতেন নেইমার। তবে তার পায়ে লাগানো বল বারপোস্ট ঘেষে বেড়িয়ে যায়। ম্যাচের ১৩তম মিনিটে এবার বল বানিয়ে দেন তিনি দানি আলভেসকে। সেটাও কর্নার থেকে।
নেইমারের কর্নারে উড়ে আসা বলে আলভেসের বুলেট গতির শটে জাল খুজে পায় রেনেসের। এরপর ম্যাচের ২১ মিনিটের সময় দুর্দান্ত এক গোল করেন নেইমার নিজেই। ডি মারিয়ার পাস থেকে পাওয়া বলে দর্শনীয় এক গোল করেন তিনি। গোল রক্ষক এগিয়ে আসলে তার মাথার উপর দিয়ে বলটি পাঠিয়ে দেন রেনেসের জালে।
কিন্তু নেইমার এমন দুর্দান্ত খেললেও পরে রেনেসে ম্যাচে ফেরে এবং নির্ধারিত সময়ে খেলায় সমতা নিয়ে আসে। শেষে টাইব্রেকারে গিয়ে ম্যাচ হারে পিএসজি।