চ্যাম্পিয়নস লিগে ম্যানইউর বিপক্ষে ম্যাচে রেফারিদের সমালোচনা করে নেতিবাচক খবরের শিরোনাম হয়েছেন নেইমার। হয়েছেন তিন ম্যাচের জন্য নিষিদ্ধ। ভক্তের সাথে খারাপ আচরণ করে আট ম্যাচের নিষেদাজ্ঞার পথে আছেন নেইমার। হতে পারে লিগ ওয়ানে তাকে আট ম্যাচের নিষেদাজ্ঞা দিতে পারে।
এমন অবস্থায় নেইমারের বিপক্ষেই যেন অবস্থান করছে ব্রাজিলের বিখ্যাত ক্রিড়া বিশ্লেষকরা। নেইমারকে প্রয়োজনে জাতীয় দল থেকেই বাদ দেয়ার কথা বলেছেন তারা।
জনপ্রিয় ব্রাজিলিয়ান ধারাভাষ্যকার আন্দ্রেয়া রিজাক বলেন, নেইমার নিজের মুখে দোষ স্বীকার করেছে এমনটা আমরা কখনোই শুনিনি। সমস্যাটা হতে পারত পিএসজির তরুণ খেলোয়াড়দের। অথবা এমনটা হতে পারে যে নেইমার যেসব কারণে শাস্তি পাচ্ছে তা তার পাওয়া উচিত নয়।
ব্রাজিলের জনপ্রিয় গ্লোবোস্পোর্তের সম্পাদক আবার সরাসরি নেইমারকে আক্রমনই করে বসেছেন। তিনি বলেন, নেইমারের মত একজন খেলোয়াড়ের উচিত অন্যের কটুক্তির দিকে নজর না দেয়া। তার মত ফুটবলারের জানা উচিত যে, তিনি জাতীয় দলের প্রতিনিধিত্ব করছেন। তার দিকে তাকিয়ে কোটি চোখ। সে যেভাবে দর্শকদের সাথে আচরণ করছে সেটা মেনে নেয়ার মত নয়। ফুটবলে এর কোন জায়গা নেই।