উয়েফা চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের বিপক্ষে দুর্দান্ত এক ফ্রিকিকে গোল করেছিলেন লিওনেল মেসি। এবার সেই গোলটিই হয়ে গেল বিতর্কিত।
রিপ্লেতে দেখা যায় মেসি গোলটি করার আগে তিন মিটার চুরি করেছিলেন। তিনি বলটিকে তিন মিটার গোলের দিকে নিয়ে এসেছিলেন যাতে করে শটটি দারুণ ভাবে নিজের মত করে নিতে পারেন।
ম্যাচে রেফারির দায়িত্বে থাকা বিজর্ন কুইপার্স বিষয়টি বুঝতে পারেননি এবং সেই ফ্রিকিক থেকেই মেসি ক্যারিয়ারের ৬০০তম গোলটি করেন।
সোর্স- মার্কা