ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের এবারের আসর শেষ হয়ে গেছে আরসিবির। বিরাট কোহলির দলটি এবারের আসরে ১১ পয়েন্ট অর্জন করে আইপিএল থেকে ছিটকে গেছে।
তবে এই আসরেই প্লে অফে খেলতে পারত আরসিবি। যদি আম্পায়ারদের মারাত্মক ভুলের শিকার না হত তারা।
ম্যাচটি মুম্বাইর বিপক্ষে। সেই ম্যাচে মালিঙ্গার বিশাল এক নো বলকে নো বল ডাকেনি আম্পায়ার। এটা নো বল হলেই ম্যাচটি জিতে যেতে পারত আরসিবি। আর সেটা হলেই তাদের পয়েন্ট হত ১৩।
ফলে ১২ পযেন্ট নিয়ে শেষ চারে যাওয়া সানরাইজার্স বাদ হত এবং সেখানে প্লে অফ খেলত আরসিবি।