আইপিএলে খেলা যেকোন তারকারই স্বপ্ন। আর সেই স্বপ্ন পূরন হয়েও সেটা ধরে রাখতে পারেনি অনেক খেলোয়াড়। এমন অনেক ক্রিকেটার আছেন যারা স্বপ্নের আইপিএলে সুযোগ পেয়েও একটি ম্যাচের বেশি খেলতে পারেনি। তেমনই ১০ জন ক্রিকেটার হলেন..
১. আব্দুর রাজ্জাক (বাংলাদেশ)
২. ইউনুস খান (পাকিস্তান)
৩. আন্দ্রে নেল (দক্ষিণ আফ্রিকা)
৪. ড্যামিয়েন মার্টিন (অস্ট্রেলিয়া)
৫. মাশরাফি মর্তুজা (বাংলাদেশ)
৬. ব্র্যাড হাডিন (অস্ট্রেলিয়া)
৭. ডগ ব্রেসওয়েল (নিউজিল্যান্ড)
৮. ড্যারেন ব্রাভো (ওয়েস্ট ইন্ডিজ)
৯. আকিলা ধনাঞ্জয়া (শ্রীলঙ্কা)
১০. মিশেল নেসের (অস্ট্রেলিয়া)