মাত্রই এক দিন আগে কলকাতা নাইট রাইডার্সের ডানায় ভর করে প্লে অফ নিশ্চিত করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে কলকাতা হেরে যাওয়ায় প্লে অফের টিকিট পায় সানরাইজার্স।
তবে এবারই প্রথম নয়, এর আগেও তিন বার এই দুই দলের মধ্যকার দারুণ এক লড়াই হয়েছে। কাকতালীয় ভাবে এই দুই দলের বিদায় নেয়াটাও অন্য দলের উপরই নির্ভর করেছিল।
কিভাবে? চলুন দেখি..
২০১৬ আইপিএলে কলকাতা ২২ রানে হেরেছিল সানরাইজার্সের কাছে। সেই ম্যাচে হেরে বিদায় নিয়েছিল কলকাতা।
২০১৭ আইপিএলে কলকাতা নেয় প্রতিশোধ। এবার তারা সানরাইজার্সকে ৭ উইকেটে হারায় এবং সানরাইজার্স বিদায় নেয়।
২০১৮ আইপিএলে আবারও কলকাতা ১৪ রানে হারে সানরাইজার্সের কাছে কোয়ালিফায়ার ম্যাচে।
২০১৯ আইপিএলে কলকাতা মুম্বাইর কাছে হেরে যাওয়ায় প্লে অফ নিশ্চিত হল সানরাইজার্সের।