আইসিসির ক্রিকেটে যেসব নিয়ম করে দেয়া আছে, সেসব নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ক্রিকেট খেলছে একদল যুবক। নিয়মের কোন পাত্তাই যেন নেই তাদের কাছে। তাদের ক্রিকেট যেন মেনে চলবে তাদের বানানো নিয়মই।
কি ছিল তাদের ক্রিকেটে? কোন এক পাড়ার ক্রিকেট ম্যাচের ভিডিও ভাইরাল হয় সম্প্রতি। সেই ভিডিওতে দেখা যায়, ব্যাটসম্যানের পাশে বাইক রাখা। ননস্ট্রাইক প্রান্তে থাকা ব্যাটসম্যানও বসে আছেন বাইকে।
বোলার বল মারার পর ব্যাটসম্যান সেই বলে ব্যাট চালিয়েই উঠে যাচ্ছেন বাইকে। তারপর বাইক ছুটিয়ে রান নিচ্ছেন।
অনেকেই এই ভিডিওতে কমেন্ট করেছেন যে, এভাবে রান নিলে তো রান আউটের আর আশঙ্কাই থাকবে না।