শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০১ অপরাহ্ন

মেসি গট, লিভারপুল কসাই, লিভারপুল ভক্তদের ট্রলের সাগরে মেসি

স্পোর্টস প্রতিদিন
  • প্রকাশিত সময় : বুধবার, ৮ মে, ২০১৯
  • ৫৮ এই মুহুর্তে
  • শেয়ার করুন

উয়েফা চ্যাম্পিয়নস লিগে সেইমফাইনালের প্রথম লেগে লিভারপুল হেরেছিল ৩-০ গোলে। সেই ম্যাচে বার্সার হয়ে জোড়া গোল করেছিলেন মেসি।

কিন্তু একই ম্যাচে মেসির তৃতীয় গোলটি নিয়ে ক্ষোভে ফুসছিল লিভারপুল ভক্তরা। সেই ম্যাচে মেসি ফ্যাবিনহোকে ফাউল করে উল্টো ফ্রিকিক পেয়েছিল এবং ফ্রিকিক নেয়ার সময় বল নির্ধারিত স্থান থেকে সামনে নিয়ে গিয়েছিলেন।

সেজন্য মেসির উপর এমনিতেই রেগে আগুন ছিল লিভারপুল ভক্তরা। গতরাতে আনফিল্ডে বার্সাকে ৪-০ গোলে হারানোর পর সেই ক্ষোভ যেন উগরে দিচ্ছে আনফিল্ডের দলটির ভক্তরা।

দেখেনিন তেমনই কিছু ট্রল

একজন লিখেছেন, আমি কিভাবে আমার সন্তানকে বলব যে জোসেপ ম্যাটিপ মেসিকে পকেট বন্ধি করে রেখেছিল?

আরেকজন লিখেছেন,

“মেসি: আই এম গট”

“লিভাপুল: আই এম বাটচার (কসাই)।”

ট্রল ফুটবল একাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে লিখা, মেসি বলছে- আই এমন গট। সাথে সাথে অন্য আরেকজন যাকে লিভারপুল ডিফেন্ডার ভ্যান ডাইক সাজানো হয়েছে- সে ধাক্কা মেরে ফেলে দেয় ঐ লোকটিকে।

অন্য আরেকটি ভিডিওতে মেসিকে ছাগল সাজানো হয়েছে (মেসি অনেকেই গট বলে সেজন্য)। সেখানে একজন সেই ছাগলকে থাপরাচ্ছে। এভাবেই মেসিকে ট্রল করে লিভারপুল ভক্তরা।

এছাড়াও মেসি বলেছিল, এই বছর চ্যাম্পিয়নস লিগ ন্যু-ক্যাম্পে ফিরবে এটা নিয়েও ট্রল করে তারা।

অনেকেই রোনালদো প্রসঙ্গ টেনে বলেন, রোনালদো বলেছিল রিয়ালকে শিরোপা জিতাবেই। সে জিতিয়েছে। মেসিও ঘোষণা দিয়েছিল, কিন্তু সে আবারও ব্যর্থ।

এই ক্যাটেগরির আরো খবর

ব্রেকিং:

হাসান আলীর চেয়ে আমির জায়গা পেলে আরও ভালো হত

তলানীতে থাকা দলের বিপক্ষে পয়েন্ট হারাল আল হিলাল

আমি একমাত্র আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী ফুটবলার যে যথাযথ সম্মান পায়নি: মেসি

আজকে গোলের খাতা খুলতে পারবেন নেইমার!

আল হিলালের একাদশে নেইমার

নেইমার আসায় সৌদি লিগের দর্শক বেড়েছে ৩১৭ শতাংশ

বার্সাতে খেলার জন্য বিশাল অংকের বেতন প্রত্যাখ্যান করেছি: ফেলিক্স

টি-টুয়েন্টি ক্রিকেটের দানবগুলো কুমিল্লা ভিক্টোরিয়ান্সে

আজকে আবারও নেইমার ম্যাজিক দেখবে আল হিলাল ভক্তরা

ইনজুরিতে মাঠ ছাড়েন মেসি, বিকল্প হয়ে মাঠে নেমেই জোড়া গোল টেইলরের