উয়েফা চ্যাম্পিয়নস লিগে গতরাতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে মাঠে নেমেছিল আয়াক্স ও টটেনহাম। আর এই ম্যাচে আয়াক্সের দুই তারকা রোজা রেখে খেলেছিলেন। তারা ম্যাচ চলার সময়ই করেছিলেন ইফতার।
আয়াক্সের এই দুই ফুটবলার হল হাকিমি জিয়েচ ও নুসাইর মাজরুইয়ের। তারা দুজনেই রোজা রেখে মাঠে নামেন এবং খেলার চলার সময়েই ইফতার করেন।
ম্যাচের তখন ২৪ মিনিটের খেলা চলছিল। সেই সময় ইফতারের সময় হয়। তখন সাইডলাইনে গিয়ে খেজুর নিয়ে দৌড়াতে দৌড়াতেই মুখে দিয়ে ইফতার করেন এই দুই আয়াক্স ফুটবলার।