বর্তমান বিশ্বের সেরা ১০ গোলকিপার নির্বাচন করেছে ইএসপিএন। ইএসপিএন এর সারা বিশ্বের ৬৫ জন বিশেষজ্ঞের ভোটে ২০২০ সালে বিশ্বের সেরা গোলকিপার নির্বাচিত হয়েছেন বায়ার্নের ম্যানুয়েল ন্যয়ার।
গত মৌসুমে অবিশ্বাস্য সফলতা পেয়েছিলেন ম্যানুয়েল ন্যয়ার। বায়ার্নের হয়ে ট্রেবল জিতেছিলেন তিনি। নিজের পারফর্মেন্সও ছিল দুর্দান্ত।
ইএসপিএনের নির্বাচিত বিশ্বের সেরা দশ গোলকিপার-
১০. ডেভিড ডি গিয়া
০৯. সামির হ্যান্ডানোভিচ
০৮. ডুনারুম্মা
০৭. কেইলর নাভাস
০৬. এডারসন
০৫. কর্তোয়া
০৪. স্টেগান
০৩. ওবলাক
০২. অ্যালিসন
০১. ম্যানুয়েল ন্যয়ার