২০২০ সালটি বার্সালোনার জন্য ভালো কাটেনি। এই বছর তারা সবকিছুতেই ছিল পিছিয়ে। লা লিগা শিরোপা জিততে পারেনি। জিততে পারেনি ঘরোয়া কোন শিরোপা। চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে যাচ্ছেতাই ভাবে হেরে।
মেসিও এই বছরই ক্লাব ছাড়ার জন্য চেষ্টা করেছিল। সব মিলিয়ে ২০২০ সালে বার্সালোনার কিছু বিশেষ মুহূর্ত চলুন দেখা যাক:
১. স্প্যানিশ সুপার কাপে হার দিয়ে শুরু বার্সার।
২. ভালভার্দে বরখাস্ত এবং সেতিয়েনের আগমন।
৩. বায়ার্নের কাছে ৮-২ গোলের হার।
৪. মেসিইর ক্লাব ছাড়তে চাওয়া।
৫. কোম্যানের আগমন।
৬. সুয়ারেজের চলে যাওয়া।
৭. সভাপতির বিরুদ্ধে অনাস্থা ভোট সংগ্রহ।
৮. বার্তামেউর পদত্যাগ।