২০১৯ বিশ্বকাপে দারুণ সম্ভাবনা তৈরি করেছিল বাংলাদেশ। নজরকাড়া পারফর্মেন্স ছিল সাকিব আল হাসানের। সব মিলিয়ে বিশ্বকাপে প্রথমবারের মত সেমিফাইনাল খেলার সম্ভাবনা তৈরি হয়েছিল দলটির।
কিন্তু বাজে কিছু ফিল্ডিং এর কারণে সেই স্বপ্নটা জলাঞ্জলি দিতে হয়েছিল। না হলে ২০১৯ বিশ্বকাপেই বাংলাদেশের গল্পটা অন্যরকম হতে পারত।
কিন্তু ২০১৯ সালে পারেনি বলে যে থেমে যাবে তেমনটা তো নয়। সাকিব আল হাসানের চোখ এখন ২০২৩ বিশ্বকাপে। কিন্তু যদি সেখানেও বিশ্বকাপ না জেতা হয় তাহলে ২০২৭ সালের বিশ্বকাপও খেলার ঘোষণা দিয়েছেন তিনি।
সাকিব বলেন, “২০২৩ সালে আমার শেষ বিশ্বকাপ। না জিতলে ২০২৭ সাল পর্যন্ত খেলব। বিশ্বকাপ জিতিয়েই অবসরে যেতে চাই।”