ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে এবার দিল্লির হয়ে খেলছেন মুস্তাফিজ। তবে শেষ দুটি ম্যাচে একাদশে জায়গা হয়নি তার। আজকে তাকে ছাড়া খেলতে নামা দিল্লি হেরেছে ৯১ রানের বিশাল ব্যবধানে।
এই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ২০৮ রান করে চেন্নাই সুপার কিংস। দলের পক্ষে ডেভন কনওয়ে ৪৯ বলে ৮৭ রানের মারকাট ইনিংস খেলেন।
এছাড়া গাইকাওয়াদ ৩৩ বলে ৪১, ধোনি ৮ বরে ২১ রান করেন। দিল্লির অ্যারন নর্টজে ৩টি উইকেট লাভ করেন।
জবাবে ব্যাটিং করতে নামা দিল্লিকে একবারের জন্যও জয়ের জন্য সম্ভাবনাময় দল বলে মনে হয়নি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা দিল্লি অলআউট হয় ১১৭ রানের মধ্যই।
ডেভিড ওয়ার্নার ১৯, মিশেল মার্শ ২৫, রিশাব পান্ট ২১ রান করেন। শার্দুল ঠাকুর শেষ দিকে ১৯ বলে ২৪ রান করেন।