দক্ষিণ আফ্রিকা বনাম ভারতের মধ্যকার টি-টুয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচেই হেরেছিল ভারত। দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম দুটি ম্যাচেই কোন প্রতিরোধ ছাড়াই হেরেছিল ভারতীয়রা।
আজকের তৃতীয় ম্যাচে অবশেষে জয়ের দেখা পেয়েছে ভারত। শুধু জয় নয়, রীতিমত দাপটের সঙ্গেই জিতেছে। ম্যাচে ৪৮ রানের বড় ব্যবধানে জিতেছে তারা।
প্রথমে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ১৭৯ রান করে ভারত। প্রথম ১০ ওভারেই আসে ৯৭ রান। ওপেনিং জুটিতেই আসে এই রানগুলো। দশম ওভারের শেষ বলে যখন গাইকাওয়াদ আউট হন তখন তার রান ৩৫ বলে ৫৭।
আরেক ওপেনার ইশান কিসানও করেন অর্ধশতক। ৩৫ বলে তিনি করেন ৫৪ রান। এই দুজন ব্যতিত ২১ বলে ৩১ রান করেন হার্ডিক পান্ডিয়া। বাকিরা সুবিধা করতে পারেননি।
জবাবে ব্যাটিং করতে নেমে মাত্র ১৩১ রান তুলতেই সবগুলো উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। চারজন ২০ এর উপরে রান করলেও ইনিংস বড় করতে পারেননি।
হেনরিকস ২৩, প্রিটোরিয়াস ২০, ক্লাসেন ২৯ এবং পারনেল করেন ২২ রান। বাকিরা সবাই সামিল হয়েছিল আরও দ্রুত বিদায়ের মিছিলে।