ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ডটি ইংল্যান্ডের দখলেই ছিল। কিন্তু পূর্বের রেকর্ড যেন এতদিন ধরে বয়ে নিয়ে যেতে আর ভালো লাগছিল না তাদের। তাই তো আজকে নতুন করে রেকর্ড গড়লেন।
নেদারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে তিন সেঞ্চুরির কল্যানে ৪৯৮ রান করে ইংল্যান্ড। সেঞ্চুরি করেন সল্ট, মালান এবং বাটলার।
মাত্র ১ রানেই জেশন রয় আউট হন। কিন্তু এরপর থেকেই ভীতিকর পরিস্থিতি শুরু হয় ডাচদের জন্য। সল্ট ও মালান মিলে ২২২ রানের জুটি গড়েন। ৯৩ বলে ১২২ রান করে সল্ট বিদায় নিলে ভাঙে এই জুটি।
এরপর মাঠে নেমে বাটলার যে তান্ডব চালান সেটাতে মাথার উপরের ছাঁদটিও উড়ে যায় ডাচদের। মাত্র ৩৭ রানেই আউট হতে পারতেন তিনি। কিন্তু প্রতিপক্ষের দেওয়া সুযোগ কাজে লাগিয়ে মাত্র ৭০ বলে ১৬২ রানের টর্নেডো ইনিংস খেলেন। মালানের সঙ্গে মিলে রানকে নিয়ে যান ৪০৭।
মালান ১২৫ রান করে আউট হলে ভাঙে এই জুটি। তার বিদায়ের পর ০ রানেই ফিরে যান মরগান। কিন্তু লিবিংস্টোন মাঠে নেমে বাটলারের মতই তান্ডব শুরু করেন। মাত্র ২২ বলে করেন ৬৬ রান। শেষ পর্যন্ত ৪৯৮ রানে থামে ইংল্যান্ড।