একের পর এক চমক দেখিয়েই যাচ্ছে বিপিএলের অন্যতম সেরা দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রতিবারই তারা তারকায় ঠাসা দল তৈরি করে। এবারও তার ব্যতিক্রম নয়।
একের পর এক বড় তারকা কেনার ঘোষণা আসছেই দলটির পক্ষ থেকে। সর্বশেষ ইংলিশ ব্যাটসম্যান ডেভিড মালানকেও কেনার কথা জানিয়েছে তারা।
শুধু চুক্তি স্বাক্ষর নয়, মালানকে টুর্নামেন্টের শুরু থেকেই পাচ্ছে কুমিল্লা। ৫ জানুয়ারি ঢাকায় এসে পৌঁছাবেন তিনি। এর অর্থ একেবারে প্রথম ম্যাচ থেকেই কুমিল্লার হয়ে মাঠে নামতে পারবেন মালান।
এক ভিডিও বার্তায় ডেভিড মালান বলেন, ‘বিপিএল ২০২৩-এ কুমিল্লা ভিক্টোরিয়ান্সে যোগ দিতে মুখিয়ে আছি। খুব রোমাঞ্চের একটি টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট শুরুর জন্য আর তর সইছে না।’
টি-টোয়েন্টিতে এক সময় নাম্বার ওয়ান ব্যাটার ছিলেন ডেভিড মালান। এর আগেও তিনি খেলেছেন বিপিএলে কুমিল্লার হয়ে। তবে সেবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স ছিল না। বদলে যাওয়া আসরে সেবার দলটির নাম ছিল কুমিল্লা ওয়ারিয়র্স।