ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যকার টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিতেছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় ভারত। সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে গতরাতে মুখোমুখি হয়েছিল এই দুই দল।
তবে এই ম্যাচে নিউজিল্যান্ডকে ১৬৮ রানে হারিয়েছে ভারত। রীতিমত বিধ্বস্ত করেই সিরিজটি নিজেদের করে নিয়েছিল ভারতীয়রা।
ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৪ উইকেটে ২৩৪ রান করে ভারত। ওপেনার ইসান কিসান মাত্র ১ রানে আউট হলেও বাকিরা মিলে তান্ডব চালায় নিউজিল্যান্ডের বোলারদের উপর।
এরমধ্যে আরেক ওপেনার গিল ৬৩ বলে ১২৬ রান করে অপরাজিত থাকেন। এছাড়া বাকিদের মধ্যে ত্রিপাঠি ২২ বলে ৪৪, সুর্যকুমার যাদব ১৩ বলে ২৪, হার্ডিক পান্ডিয়া ১৭ বলে ৩০ রান করেন।
জবাবে ব্যাটিং করতে নেমে ভারতীয়দের বোলিং তান্ডবে মাত্র ৬৬ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। শুধু মিশেল ৩৫ এবং সান্টার ১৩ রান করেন। এরা দুজনেই দুই অংকের ঘরে পৌছতে পারে।
ভারতের পক্ষে হার্ডিক পান্ডিয়া ৪টি, অর্শদ্বীপ সিং, উমর মালিক এবং শিভাম মাভি ২টি করে উইকেট শিকার করেন।