দ্বিতীয় ম্যাচে ৩৪২ রান করেও হেরেছিল ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকা সেই ম্যাচটিতে ৫ বল বাকি থাকতেই জিতেছিল। তাই তৃতীয় ম্যাচেও যখন ইংল্যান্ড আগে ব্যাটিং করে ৩৪৬ রান করল তখনও প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচের প্রত্যাশা ছিল ভক্তদের।
তবে এবার আর দ্বিতীয় ম্যাচের মত কিছু ঘটেনি। এবার প্রোটিয়ারা হেরেই গেছে। ম্যাচে ৫৯ রানের ব্যবধানে হেরেছে দক্ষিণ আফ্রিকা।
সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে প্রথমে ব্যাটিং করে জোড়া সেঞ্চুরিতে ৩৪৬ রান তুলে ইংল্যান্ড। ওপেনার ডেভিড মালান ১১৮ এবং উইকেট কিপার বাটলার ১৩১ রান করেন। এছাড়া মঈন আলী ৪১ রান করেন।
জবাবে ব্যাটিং করতে নেমে ২৮৭ রানে থামে প্রোটিয়াদের ইনিংস। ৪৩.১ ওভারে ২৮৭ রানে তারা অলআউট হয়ে যায়। দক্ষিণ আফ্রিকার পক্ষে বাবুমা ৩৫, হেনরিকস ৫২, মারক্রাম ৩৯, ক্লাসেন ৮০, পারনেল ৩৪ রান করেন।