রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৯:৫৯ অপরাহ্ন

ঢাকাকে বিদায় করে প্লে অফে রংপুর রাইডার্স

স্পোর্টস প্রতিদিন
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৪৫ এই মুহুর্তে
  • শেয়ার করুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের এবারের আসরে প্লে অফের চারটি দল নিশ্চিত হয়েছে। আজকে চতুর্থ দল হিসেবে রংপুর রাইডার্স প্লে অফে খেলা নিশ্চিত করেছে।

রংপুর যে প্লে অফে খেলা নিশ্চিত করার পথে সেটা তো আগে থেকেই নিশ্চিত ছিল। তাদের হাতে থাকা চারটি ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচে জিতলেই নিশ্চিত হত প্লে অফ।

তবে চার ম্যাচের জন্য অপেক্ষা করতে হয়নি, আজকে ঢাকাকে হারিয়ে তিন ম্যাচ হাতে রেখেই প্লে অফে খেলা নিশ্চিত করেছে রংপুর রাইডার্স।

আজকে ঢাকাকে হারাতে অবশ্য কষ্টই করতে হয়েছে তাদের। প্রথমে ব্যাটিং করে মাত্র ১৩০ রান করেছিল ঢাকা। এই রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে ৯ রানে দুই উইকেট হারায় রংপুর।

কিন্তু এরপর রনি তালুকদার এবং সোহানের অসাধারণ জুটিতে ১০০ পেরিয়ে যায় রংপুর। তখন রংপুরের জয়টা সময়ের ব্যাপার মনে হচ্ছিল। কিন্তু এরপরই ঘুরে দাঁড়ায় ঢাকার বোলাররা।

শুরুটা করেন নাসির হোসেন। দলীয় ১০২ রানের মাথায় ব্যক্তিগত ৩৪ রান করে রনি আউট হলে ভাঙে এই জুটি। পরের ওভারে ১০২ রানেই মাত্র ৩৩ বলে ৬১ রান করা সোহান বিদায় নিলে কিছুটা চাপে পরে রংপুর।

এই চাপ আরও বৃদ্ধি পায় যখন নাসিরের পরের ওভারে শোয়েব মালিক মাত্র ৭ রান করে আউট হন। পরের ওভারে বোলিংয়ে এসে নওয়াজকে আউট করেন হামজা।

দেখতে দেখতে ১১১ রানেই ৬টি উইকেট হারিয়ে বিপদে পরে রংপুর। সেখান থেকে শামিম এবং ওমরজাই লড়াই করার চেষ্টা করেন। কিন্তু ১৯তম ওভারে এসে নাসির হোসেন পরপর দুই বলে শামিম ও রাকিবুলকে আউট করলে খেলা জমে উঠে।

তখন ঢাকা উল্টো জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল। কিন্তু শেষ রক্ষাটা হয়নি তাদের। শেষ ওভারে জয়ের জন্য ৫ রান প্রয়োজন ছিল রংপুরের যা তিন বলেই নিয়ে যায় তারা।

এই ক্যাটেগরির আরো খবর
ব্রেকিং:

ডি ককের ৪৩ বলে সেঞ্চুরি, হেনরিকসের ব্যাটিং তান্ডবে রেকর্ড রানও টপকে গেল দক্ষিণ আফ্রিকা

জনসন চার্লসের ৩৯ বলে সেঞ্চুরি, ওয়েস্ট ইন্ডিজের ইতিহাসের সর্বোচ্চ সংগ্রহ

বার্সাতে আসতে চাইলে বেতন কমাতে হবে, কমবে ক্ষমতা

আর্জেন্টিনার প্লেয়াররা বেয়াদব, শিরোপা জেতার যোগ্যতা তাদের নেই: রোথেন

এক মিনিট নিরবতা ব্রাজিলের জন্য, এক মিনিট নিরবতা ব্রাজিলের জন্য

ভিনিসিয়াস ৬, এমারসন ৪, মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্লেয়ারদের রেটিংস

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশে থাকা ১১ প্লেয়ারের পারফর্মেন্স কেমন ছিল

ক্লাবের পথ ধরেছেন ব্রাজিলের ফুটবলাররা

নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপে জায়গা পাওয়া কঠিন করে তুলল শ্রীলঙ্কা

রিয়াল মাদ্রিদের কোচ হতে আগ্রহী নাগেলসম্যান