বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের এবারের আসরে রীতিমত হারের উৎসবে মেতে উঠেছে তিনটি দল। এই তিনটি দল হচ্ছে, খুলনা টাইগার্স, ঢাকা ডমিনেটর্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
বিপিএলের এবারের আসরে এই তিনটি দলের অবস্থা ছিল সবচেয়ে নাজুক। এরা প্লে অফের জন্য নুন্যতম লড়াইও করতে পারেনি। বেশ কিছু ম্যাচ বাকি থাকতেই প্লে অফের চারটি দল নির্দিষ্ট হয়ে গেছে এবং এই তিনটি দলের লড়াই এখন হয়ে গেছে মূল্যহীন।
অবশ্য যে চারটি দল প্লে অফ নিশ্চিত করেছে, তাদের জন্য এখনও ম্যাচগুলো গুরুত্বপূর্ণ। কেননা, তাদের লড়াইটা এখন শীর্ষ দুটি স্থানের জন্য।
হারতে থাকা তিনটি দলের মধ্যে ঢাকা ১১টি ম্যাচ খেলে ৮টি ম্যাচে হেরেছে। খুলনা এবং চট্টগ্রাম ১০টি করে ম্যাচ খেলে ৮টি করে ম্যাচে হেরেছে।