বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের পেসাররা আলো ছড়িয়েছেন। এই ম্যাচে আয়ারল্যান্ডের ১০টি উইকেটের সবগুলোই নিয়েছে পেসাররা।
বাংলাদেশের ম্যাচ মানেই অধিকাংশ উইকেট থাকবে স্পিনারদের। বাংলাদেশের শক্তিটাই তো স্পিনে। কিন্তু আজকের ম্যাচে স্পিনাররা কোন উইকেটই পায়নি। তার মধ্যে আরেকটি চমক হচ্ছে, সাকিব আল হাসানকে বোলিংয়েই আসতে হয়নি।
বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ড ব্যাটিং করেছে ২৮.১ ওভার। এরমধ্যে হাসান মাহমুদ ৮.১ ওভারে ৩২ রানের খরচায় ৫টি উইকেট তুলে নিয়েছিলেন। তাসকিন ১০ ওভারে ২৬ রানে ৩টি উইকেট শিকার করেছেন।
আরেক পেসার এবাদত হোসেন ৬ ওভারে ২৯ রানের বিনিময়ে ২টি উইকেট শিকার করেছেন। তারা তিন পেসার মিলেই ১০টি উইকেট শিকার করেছেন।
বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মত পেসাররা ১০টি উইকেট শিকার করেছে। এর আগে কখনোই পেসাররা এমন নৈপুন্য দেখাতে পারেনি।