আসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের এবারের আসরে কলকাতা নাইট রাইডার্স তাদের নিয়মিত অধিনায়ক শ্রেয়াস আয়ারকে পাচ্ছে না। টুর্নামেন্টের শুরুতে এই তারকাকে পাবেনা তারা ইনজুরির কারণে।
শ্রেয়াস আয়ার কতগুলো ম্যাচ খেলতে পারবে না? ভারতীয় গনমাধ্যমগুলো জানিয়েছে, শ্রেয়াস আয়ার টুর্নামেন্টের প্রথমার্ধটা খেলতে পারবে না।
যদি আয়ারকে টুর্নামেন্টের প্রথম ভাগে না পাওয়া যায় তাহলে সেখানে অধিনায়ক থাকবেন কে? ভারতের গনমাধ্যমগুলো জানিয়েছে, তিনজন প্লেয়ার আছে অধিনায়ক হওয়ার দৌড়ে।
এই তিনজন হচ্ছেন- নিতিশ রানা, আন্দ্রে রাসেল এবং সুনিল নারিন। তাদের তিনজনের মধ্যে যেকোন একজন হতে পারেন কলকাতা নাইট রাইডার্সের কোচ।
এই তিনজনের মধ্যে সুনিল নারিন সম্প্রতি আবুধাবি নাইট রাইডার্সের নেতৃত্ব দিয়েছিলেন। তবে সেখানে তার অধিনে ৮ ম্যাচ হেরেছিল নাইটরা। অন্যদিকে নিতিশ মুস্তাক ট্রফিতে দিল্লিকে নেতৃত্ব দিয়েছিলেন, তার অধিনে ১২টি ম্যাচের ৮টিতেই জিতেছিল দিল্লি।
ফলে নিতিশ রানা আছেন কলকাতার কর্মকর্তাদের পছন্দের তালিকায় সবার উপরে। যদি কোন কারণে নিতিশ না হয় তাহলে আন্দ্রে রাসেলের সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে।