পাকিস্তান সুপার লিগ পিএসএলে এবার রীতিমত রানের বন্যা দেখেছে ক্রিকেট বিশ্ব। সিংহভাগ ম্যাচেই ২০০ ছাড়ানো ইনিংস ছিল। অনেক ম্যাচে তো ২০০ রান করেও জিততে পারেনি।
তবে পিএসএল শেষে পাকিস্তানের মাটিতেই অনুষ্ঠিত আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের ইনিংস শেষ হল মাত্র ৯২ রানেই। সেই ম্যাচে আফগানিস্তান আবার জিতেছে ৬ উইকেটে।
অবশ্য এই সিরিজের জন্য ঘোষিত পাকিস্তান দলটিতে অভিজ্ঞ অনেক ক্রিকেটারই নেই। নতুন অনেককে নেওয়া হয়েছে দলে। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ১৮ রান করেন ইমাদ ওয়াসিম, সেটাও ৩২ বলে। ১৫ বলে ১৭ রান করেন সিয়াম আইয়ুব। ৯ বলে ১৬ রান করেন তাইয়াব তাহির, ১২ রান করেন সাদাব খান।
এছাড়া আসাদ শফিক ০, হ্যারিস ৬, আজম খান ০, ফাহিম আশরাফ ২, নাসিম শাহ ২, জামান খান ৮ ও ইসহানুল্লাহ ৬ রান করেন।
জবাবে ব্যাটিং করতে নেমে ১৭.৫ ওভারে ৪ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌছে যায় আফগানিস্তান। নবি সর্বোচ্চ ৩৮ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন। নাজিবুল্লাহ জাদরান ২৩ বলে ১৭ রান করেন। তারা দুজনেই অপরাজিত ছিলেন।
এছাড়া রহমতউল্লাহ গুরবাজ ১৭ বলে ১৬, ইব্রাহীম জাদরান ১১ বলে ৯, গুলবদন নাইব ২ বলে ০ ও করিম জানাত ১৬ বলে ৭ রান করে আউট হন।