আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল শুরুর পূর্বে ইনজুরির হানা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। ইতিমধ্যে দলটির তারকা এবং অধিনায়ক শ্রেয়াস আয়ারের অন্তত অর্ধেক আইপিএল মাঠের বাইরে থাকা নিশ্চিত হয়েছে।
শ্রেয়াস আয়ার হচ্ছে কলকাতা নাইটদের অধিনায়ক। কিন্তু এবার এই তারকার ইনজুরির কারণে যাকে সম্ভাব্য অধিনায়ক ভাবা হচ্ছিল সেই নিতিশ রানাও ইনজুরিতে পরেছেন।
নেটে ব্যাটিং অনুশীলন করার সময় ইনজুরির শিকার হন নিতিশ রানা। প্রথম দুটি সেশন ঠিকঠাক ভাবেই অনুশীলন করেন। কিন্তু তৃতীয়বারে অনুশীলনে যেতেই বাধে বিপত্তি।
বেশ কিছুক্ষন সেবা নেওয়ার পরও যখন ঠিক হতে পারেননি তখন তিনি মাঠ ছাড়েন। অবশ্য মাঠ ছাড়ার পূর্বে একজন সংবাদকর্মী প্রশ্ন করলে নিতিশ রানা জানিয়েছেন, আঘাত তেমন গুরুত্বর নয়।