২০ ওভারের ম্যাচের দৈর্ঘ্যটা কমে দাঁড়ালো ১১ ওভারে। বৃষ্টির কারণে বাকি ৯টি ওভারই ভেসে গেল। আর এই ১১ ওভারের ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ১৩১ রান তোলে দক্ষিণ আফ্রিকা।
ক্যারিবিয় বোলারদের উপর ঝড় তুলেছিলেন দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার, হেনরিকস, মাগালা। হেনরিকস ওপেনিংয়ে নেমে ১২ বলে ২১ রান করেন। ডেভিড মিলার ২২ বলে করেন ৪৮ রান। মাগালা ৫ বলে ১৮ রান করেন।
এছাড়া রুশো ৭ বলে ১০, মারক্রাম ৯ বলে ১৪, ক্লাসেন ২ বলে ১, পার্নেল ৬ বলে ৪ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের কোটরেল ও স্মিথ দুটি করে উইকেট শিকার করেন।
জবাবে ব্যাটিং করতে নেমে ১০.৩ ওভারেই ৭ উইকেট হারিয়ে ম্যাচটি নিজেদের করে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার ব্রেন্ডন কিং ৮ বলে ২৩, কাইল মায়ার্স ২ বলে ৬ রান করেন।
তিনে নামা জনসন চার্লস ১৪ বলে ২৮, চারে নামা নিকোলাস পুনার ৭ বলে ১৬ রান করেন। তবে অধিনায়ক পাওয়েল সবচেয়ে বড় ইনিংসটা খেলেন। ১৮ বলে ৪৩ রান করে অপরাজিত থাকেন তিনি। তার ব্যাটিং ঝড়েই ক্যারিবিয়রা জয়ের বন্দরে পৌছে যায়।