শ্রীলংকা এবং নিউজল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ১৯৮ রানের বিশাল ব্যবধানে হেরেছে শ্রীলংকা। আর এই হার শ্রীলংকার স্বপ্নের পথে বড় রকের ধাক্কা দিয়েছে।
সিরিজের প্রথম ম্যাচটিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ২৭৪ রান করেছিল নিউজিল্যান্ড। মনে হয়েছিল হয়তো লড়াই হবে ম্যাচে। কিন্তু হল উল্টোটা। কিউইদের বোলিং তোপে মাত্র ৭৬ রানেই অল আউট হয়ে যায় লঙ্কানরা।
আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি আটটি দল অংশগ্রহন করবে। এরমধ্যে সাতটি দলের অংশগ্রহন ইতিমধ্যে নিশ্চিত হয়েছে। ৮ম পজিশনের জন্য হচ্ছে লড়াই।
সেই লড়াইয়ে বেশ বড় ধাক্কা খেল শ্রীলংকা। নিউজিল্যান্ডের বিপক্ষে যদি তারা ৩-০ ব্যবধানে জিততে পারত তাহলে সরাসরি কোয়ালিফাই করতে পারত বিশ্বকাপে।
এখন প্রথম ম্যাচে হারের কারণে তাদের পরের দুটি ম্যাচে জিততে হবে এবং তাকিয়ে থাকতে হবে দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচগুলোর দিকে। বর্তমানে অস্টম পজিশনে আছে ওয়েস্ট ইন্ডিজ।