দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টি-টুয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে রান বন্যা এবং চার ছক্কার ঝড় তুলেছিলেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা। প্রথমে ব্যাটিং করতে নেমে তারা রেকর্ড ২৫৮ রান সংগ্রহ করে।
প্রোটিয়াদের বিপক্ষে ব্যাটিং করতে নেমে ওপেনার কিং মাত্র ১ রানেই আউট হয়ে যান। কিন্তু মায়ার্স এবং জনসন চার্লস এমন ঝড় তুলেন যে সেই ঝড়ে শুধু বল গিয়ে আছড়ে পড়তে থাকে সীমানার বাইরে।
দুজনের এই দুটি স্থায়ী ছিল ৫৮ বল। ৫৮ বলে রান এসেছে ১৩৫টি। মায়ার্স ২৭ বলে ৫১ রান করে আউট হলে ভাঙে এই জুটি। এরপর পুরান ৩ বলে ২ রান করে আউট হন।
কিন্তু জনসন চার্লসের এই তান্ডব থামে দলীয় ১৪তম ওভারের শেষ বলে। ততক্ষনে মাত্র ৩৯ বলে সেঞ্চুরি পূরণ করা চার্লসের সংগ্রহ ৪৬ বলে ১১৮ রান। ১০টি চার এবং ১১টি ছক্কা মারেন তিনি।
এরপর পাওয়েলের ১৯ বলে ২৮ এবং সেফার্ডের ১৮ বলে ৪১, স্মিথের ৫ বলে ১১ রানের কল্যানে ২৫৮ রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ।