চেন্নাই সুপার কিংসের ভারতীয় তারকা আম্বাতি রাইডু অবসরের ঘোষণা দিয়েছেন। তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।
প্রথমে মুম্বাই ইন্ডিয়ান্স এবং পরবর্তিতে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন এই ভারতীয় ব্যাটসম্যান। অবসরের পূর্ব পর্যন্ত তিনি চেন্নাই সুপার কিংসেই ছিলেন।
আজকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ফাইনালে গুজরাটের বিপক্ষে ম্যাচটাই হবে রাইডুর আইপিএল ক্যারিয়ারের শেষ ম্যাচ এমনটাই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোষ্টে জানিয়েছেন।
মুম্বাই এবং চেন্নাই সুপার কিংসের হয়ে মোট ২০৪টি ম্যাচ খেলেছেন রাইডু। ১৪টি মৌসুমে ১১বার প্লে অফ এবং ৮টি ফাইনাল খেলেছেন তিনি। এরমধ্যে শিরোপা জিতেছেন ৫বার।
এর আগে ২০২২ সালেও আইপিএল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন রাইডু। পরে চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ফিরে এসেছিলেন। তবে এবার আর ফিরবেন না বলেই জানিয়েছেন।