ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের এবারের আসরের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আজকে। এই ফাইনালে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস এবং গুজরাট টাইটান্স।
হাইভোল্টেজ এই ফাইনাল নিয়ে উৎসবের আমেজ ভারতে। কিন্তু এই আমেজে জল ঢেলে দিতে পারে বৃষ্টি। ম্যাচটি যদিও শুরু হবে আটটায় এবং এখনও প্রায় ৩০ মিনিট বাকি আছে। কিন্তু ম্যাচ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বৃষ্টির কারণে।
ইতিমধ্যে মাঠে বৃষ্টি শুরু হয়েছে এবং কভার দিয়ে ঢেকে রেখেছে মাঠকর্মীরা। যদি বৃষ্টির কারণে ম্যাচ অনুষ্ঠিত না হয় তাহলে কি হবে? কারা জিতবে শিরোপা?
আজকে যদি ম্যাচ একেবারেই অনুষ্ঠিত না হয় তাহলে ম্যাচটি কালকে অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে শর্ত হচ্ছে, ম্যাচটি অনুষ্ঠিত হতে না পারলে কিংবা হলেও যদি ৫ ওভারের কম হয়।
যদি ম্যাচ ৫ ওভারের বেশি অনুষ্ঠিত হয় তাহলে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ম্যাচের ফলাফল নির্ধারণ হয়ে যাবে।