ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের এবারের আসরটাই ভারতের সাবেক ক্রিকেটার ধোনির শেষ আইপিএল ছিল। টুর্নামেন্টের আগেই এটা নিশ্চিত করে দিয়েছিলেন ভারতের সাবেক এই ক্রিকেটার।
তাই ভক্তরা ধোনির হাতেই যেন ট্রফিটা দেখতে চেয়েছিলেন। তাদের সেই আশা পূরণও হয়েছে। গতরাতে অনুষ্ঠিত ফাইনালে গুজরাটকে বৃষ্টি আইনে ৫ উইকেটে পরাজিত করে শিরোপা জিতেছে ধোনির চেন্নাই।
এই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৪ উইকেটে ২১৪ রানের বিশাল স্কোর সংগ্রহ করেছিল গুজরাট টাইটান্স। দলের পক্ষে মাত্র ৪৭ বলে সর্বোচ্চ ৯৬ রানের এক টর্নেডো ইনিংস খেলেছেন সাই সুধারসন। শাহা করেছিলেন ৩৯ বলে ৫৪ রান।
শুভম্যান গিল ২০ বলে ৩৯ রান করেন। হার্ডিক পান্ডিয়া ১২ বলে করেন ২১ রান। তাদের সম্মিলিত ইনিংসগুলোর কল্যানে মোট সংগ্রহ দাঁড়ায় ২১৪।
বিশাল এই রানের লক্ষ্যে চেন্নাই ব্যাটিং করতে নেমে মাত্র ৩টি বল খেলার পরই বৃষ্টি নামে। এরপর যখন বৃষ্টি শেষ হয় তখন চেন্নাইর সামনে লক্ষ্য দাঁড়ায় ১৫ ওভারে ১৭১ রান।
এই রানের টার্গেটে পুনরায় খেলতে নেমে চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যানরা তান্ডব চালান গুজরাটের বোলারদের উপর দিয়ে। তারপরও ম্যাচ কখনও কখনও গুজরাটের পক্ষেই মনে হয়েছিল।
ম্যাচের শেষ দুই ওভারে গুজরাটের প্রয়োজন ছিল ২১ রান। এরমধ্যে ১৪তম ওভারে মোহাম্মদ শামি বোলিংয়ে আসেন এবং ৮ রান দেন। ফলে শেষ ওভারে প্রয়োজন হয় ১৩ রান। ব্যাটিংয়ে তখন জাদেজা এবং ধুবে।
শেষ ওভারে মোহিত শর্মা প্রথম চার বলে দেন তিন রান। শেষ দুই বলে তখন চেন্নাইর জন্য ১০ রান প্রয়োজন। এমন ম্যাচেও জিততে পারেনি গুজরাট, জিততে পারেনি মোহিত। শেষ দুই বলে ছক্কা এবং চার মেরে ম্যাচে চেন্নাইকে অবিশ্বাস্য জয় এনে দেন জাদেজা।
চেন্নাইর পক্ষে ওপেনার গাইকাওয়াদ ১৬ বলে ২৬, আরেক ওপেনার কনওয়ে ২৫ বলে ৪৭ রান করেন। শিভাম ধুবে ২১ বলে ৩২, রাহানে ১৩ বলে ২৭, রাইডু ৮ বলে ১৯, জাদেজা ৬ বলে ১৫ রান করেন। তবে ধোনি তার শেষ ম্যাচে প্রথম বলেই ০ রানেই আউট হয়ে যান।