ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের এবারের আসর শেষ হয়েছে। শেষ হওয়া এই আসরে শিরোপা জিতেছে ধোনির চেন্নাই সুপার কিংস। ফাইনালে তারা বৃষ্টি আইনে গুজরাটকে পরাজিত করে শিরোপা নিজেদের করে নিয়েছে।
ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ২১৪ রান করেছিল গুজরাট টাইটান্স। তবে বৃষ্টির কারণে চেন্নাইর সামনে লক্ষ্য দাঁড়ায় ১৫ ওভারে ১৭১ এবং শেষ বলে চার মেরে সেটাই জয় ছিনিয়ে নেন রবিন্দ্র জাদেজা।
এই আইপিএলে কে কি পুরষ্কার পেল সেটাই এক নজরে দেখা যাক:-
১. ফাইনালে ম্যাচ সেরা হয়েছেন চেন্নাই সুপার কিংসের ডেভন কনওয়ে। ২৫ বলে ৪৭ রানের একটি ইনিংস তিনি ফাইনাল ম্যাচে খেলেছেন।
২. ”ইমার্জিং প্লেয়ার অব দ্য সিজন” নির্বাচিত হয়েছেন জসওয়্যাল। ১৬৪ স্ট্রাইরেটে তিনি মোট ৬২৫ রান করেছেন।
৩. আইপিএলের ”মোষ্ট ভ্যালুয়েবল প্লেয়ার” নির্বাচিত হয়েছেন শুভম্যান গিল। ১৭ ইনিংসে তিনি মোট ৮৯০ রান করেছেন যা এবারের আসরে সর্বোচ্চ রান যেকোন ব্যাটসম্যানদের পক্ষে।
৪. ”ক্যাচ অব দ্য টুর্নামেন্ট” নির্বাচিত হয়েছে রশিদ খানের কাইল মায়ার্সের ধরা ক্যাচটি।
৫. সর্বোচ্চ উইকেট শিকারি বোলারের পুরষ্কার জিতেছেন গুজরাট টাইটান্সের মোহাম্মদ সামি। তার মোট উইকেট ২৮টি।
৬. সবচেয়ে বেশি রান করে “অরেঞ্জ” ক্যাপ পেয়েছেন শুভম্যান গিল।