আর চার মাস পরই ৫০ ওভারের বিশ্বকাপ। বাংলাদেশের প্রতিটি ভক্ত ও সমর্থকের চিন্তায় এখন থেকেই বাসা বেঁধেছে, ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপ ২০২৩।
কেউ কেউ মনে করছেন সাকিব, তামিম ও মুশফিকের সাথে এক ঝাঁক মেধাবী ও বেশ কার্যকর তরুণ পারফরমারে গড়া বাংলাদেশ দল এবারের বিশ্বকাপে দারুণ কিছু করবে। হয়তো সম্ভাব্য ফেবারিটের তালিকায় থাকবে না, তবে ‘ডার্ক হর্স ’ বলা যেতেই পারে।
সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাসহ কারো কারো মত, বাংলাদেশের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার এটাই মোক্ষম সুযোগ। খেলা ভারতের মাটিতে। পরিবেশ, পরিস্থিতি আর উইকেট ও পারিপার্শ্বিকতা সবই অনুকূল। দলে অভিজ্ঞ ও পরিণত এবং আন্তর্জাতিক ক্রিকেটে বেশ সফল কজন পারফরমার আছেন। তাদের সাথে এক ঝাঁক প্রতিভাবান তরুণ উঠে এসেছেন। যাদের নিয়ে অনেকদূর যাওয়া সম্ভব।
বাংলাদেশের প্রধান সহকারী কোচ নিক পোথাস কি মনে করেন? তার ধারণা ও ভাবনা কী? বৃহস্পতিবার শেরে বাংলায় এ প্রশ্নের মুখোমুখি হয়েও অনেক হিসেবি জবাব বাংলাদেশ দলের সহকারী কোচ।
পোথাসের সাফ কথা, অন্য ভালো দলগুলো যেমন চ্যাম্পিয়ন হওয়ার কথা ভাবে, বাংলাদেশই তাই ভাববে। বাংলাদেশ বিশ্বকাপে কী লক্ষ্য নিয়ে যাবে? এমন প্রশ্নে পোথাসের পাল্টা প্রশ্ন, ‘অন্য দলগুলো কিসের জন্য ওয়ার্ল্ড কাপে যায়? আমাদেরও কোনো ভিন্নতা নেই। ছেলেরা লক্ষ্যের প্রতি অবিচল। আমরা একটা বিশ্বকাপ জিততে চাই, নিজেদের গর্বিত করতে চাই। আমরা সম্ভাব্য সেরা প্রস্তুতি নিব এবং নিজেদের সেরাটা দিব।’