বিপিএলের আগামী আসরের জন্য দল গুছানোর কাজ দ্রুতই করছে ফ্রাঞ্চাইজিগুলো। ইতিমধ্যে বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজি খুব তৎপর হয়ে উঠেছে প্লেয়ার কেনার বাজারে।
এরমধ্যে বরিশাল অন্যতম। ইতিমধ্যে তারা পাঁচজন বিদেশী প্লেয়ার কিনেছে। সেই সঙ্গে দেশীয় চারজন প্লেয়ারকে কেনা নিশ্চিত করেছে।
বরিশালের পাঁচ বিদেশি হচ্ছে:-
১. শোয়েব মালিক
২. ফখর জামান
৩. ইব্রাহিম জাদরান
৪. আব্বাস আফ্রিদি
৫. পল স্টার্লিং
দেশীয় প্লেয়ারদের মধ্যে তামিম ইকবাল হচ্ছে বরিশালের আইকন প্লেয়ার। মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান এবং এনামুল হককেও তারা ধরে রেখেছে।
আপনার মতামত লিখুন :