২০০৮ সালে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে শেষ ওয়ানডে সিরিজ হেরেছিল বাংলাদেশ। সে বছর তিন ম্যাচের সিরিজে মোহাম্মদ আশরাফুলের দলকে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়েছিল ড্যানিয়েল ভেট্টোরির কিউই বাহিনী।
এরপর ২০১০ সালে ড্যানিয়েল ভেট্টোরির ব্ল্যাক ক্যাপস শিবিরকে ৫ ম্যাচের সিরিজে রীতিমত তুলোধুনো করে ৪-০’তে সিরিজ জেতে মাশরাফি বিন মর্তুজার বাংলাদেশ। একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়।
তিন বছর পর আবার দেশের মাটিতে ব্রেন্ডন ম্যাককালামের কিউই বাহিনী নাকাল হয় টাইগারদের কাছে। মুশফিকুর রহিমের নেতৃত্বে ৩-০’তে বিজয়ী হয় বাংলাদেশ। সেই শেষ।
এরপর দেশের বাইরে বেশ কটি সিরিজে মুখোমুখি হলেও ঘরের মাঠে আর নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা হয়নি বাংলাদেশের। ১০ বছর পর আবার কিউইদের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে মাঠে নামবে টাইগাররা।
দুই দলই পরীক্ষা-নিরীক্ষা করবে। বাংলাদেশ কী ভাবছে? একাদশ কিভাবে সাজাবে? বৃষ্টিভেজা আবহাওয়ায় খেলা হলে ৩ পেসার খেলানো হবে। এমনিতে সমান দুজন করে পেসার (মোস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব) ও স্পিনার (নাসুম আহমেদ আর শেখ মাহদি) খেলানোর কথা ভাবা হচ্ছে। সাথে সৌম্য সরকারকে থার্ড সিমার ধরা হচ্ছে।
পাশাপাশি অফস্পিনার শেখ মাহদি আর নাসুম আহমেদের সঙ্গে বাড়তি স্পিনিং অপশন হিসেবে মাহমুদউল্লাহ রিয়াদও আছেন বিবেচনায়।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, এনামুল বিজয়, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, শেখ মাহদি, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব।
আপনার মতামত লিখুন :