Logo

হাসান আলীর চেয়ে আমির জায়গা পেলে আরও ভালো হত


sports pratidin প্রকাশের সময় : সেপ্টেম্বর ২২, ২০২৩, ৩:১১ অপরাহ্ন / ৫৭৬৩
হাসান আলীর চেয়ে আমির জায়গা পেলে আরও ভালো হত

আসন্ন আইসিসি ক্রিকেট বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তানের ক্রিকেটার নাসিম শাহ ইনজুরির কারণে পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হারিয়েছেন।

এশিয়া কাপ খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পরেছিলেন নাসিম শাহ। সেই ইনজুরির কারণে এখন তাকে মাঠের বাইরে থাকতে হবে বিশ্বকাপে।

নাসিম শাহের জায়গায় দলে ঢুকেছেন আরেক পেসার হাসান আলী। পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে এটাই ছিল সবচেয়ে বড় চমক। সর্বশেষ জানুয়ারীতে তিনি পাকিস্তানের হয়ে খেলেছিলেন।

তবে পাকিস্তানের স্কোয়াড ঘোষণার পর সাংবাদিকদের সবচেয়ে বেশি প্রশ্ন ছিল হাসান আলীকে নিয়ে। অনেকেই মনে করছেন হাসান আলীর থেকে সেরা হত যদি আমিরকে দলে নেওয়া হত।