আগামী ওয়ানডে বিশ্বকাপ ভারতের মাটিতে। আর এই বিশ্বকাপে পাকিস্তানের জন্য সেরা অস্ত্র হতে পারত পেসার মোহাম্মদ আমির। কিন্তু সেই দিকে পা বাড়ায়নি দেশটি।
পাকিস্তানের গতি তারকা নাসিম শাহ ইনজুরির কারণে দলে জায়গা পায়নি। তার পরিবর্তে এই দলে জায়গা হয়েছে হাসান আলীর যিনি সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন গত বছরের জুনে।
এশিয়া কাপ খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পরেছিলেন নাসিম শাহ। সেই ইনজুরির কারণে এখন তাকে মাঠের বাইরে থাকতে হবে বিশ্বকাপে।
নাসিম শাহের জায়গায় দলে ঢুকেছেন আরেক পেসার হাসান আলী। পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে এটাই ছিল সবচেয়ে বড় চমক।
তবে পাকিস্তানের স্কোয়াড ঘোষণার পর সাংবাদিকদের সবচেয়ে বেশি প্রশ্ন ছিল হাসান আলীকে নিয়ে। অনেকেই মনে করছেন হাসান আলীর থেকে সেরা হত যদি আমিরকে দলে নেওয়া হত।
যেহেতু খেলা ভারতের মাটিতে এবং বর্তমানে বিভিন্ন লিগে আমিরের যে পারফর্মেন্স, তাতে অনায়াসেই পাকিস্তানের মাটিতে ত্রাস ছড়াতে পারতেন আমির।
আপনার মতামত লিখুন :