বাংলাদেশের সেরা পেসার ছিলেন মুস্তাফিজুর রহমান। তার বোলিং মানেই বাংলাদেশের জন্য বাড়তি শক্তির জায়গা ছিল। ব্যাটসম্যানদের চাপে রাখার জন্য মুস্তাফিজ ছিলেন স্পেশাল বোলার।
কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মুস্তাফিজের সেই স্পেশাল তকমাটা এখন আর নেই। এখন বরং মুস্তাফিজ সাধারণ মানের এক বোলারেই যেন পরিণত হয়েছেন।
আগে যেমন প্রতিপক্ষের ব্যাটারদের জন্য ত্রাস ছিলেন তিনি, বর্তমানে হয়েছেন উল্টোটা। এখন উদার হস্তে দান করতেই দেখা যায় তাকে।
অবশ্য যদি পিচ বাংলাদেশের মিরপুর হয় কিংবা এমন হয় তাহলে বিষয়টি অন্যরকম। কিন্তু যদি খেলা হয় ব্যাটিং পিচে তখন মুস্তাফিজ যেন থাকেন লাগামহীন।
ভারতের মাটিতে বিশ্বকাপে মুস্তাফিজ কেমন করবে? সেখানে কি বাংলাদেশের আশার বাতি জ্বালাতে পারবেন তিনি?
আপনার মতামত লিখুন :