বাংলাদেশ এবং ইংল্যান্ডের মধ্যকার বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আজকে বাংলাদেশ হেরেছে। শেষ দিকে মঈন আলীর ব্যাটিং তান্ডবেই ম্যাচটা হেরে যায় বাংলাদেশ।
তবে এই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নামা বাংলাদেশের উইকেট পতনের শুরুটা হয় লিটন দাসের আউটের মধ্য দিয়ে। মাত্র ৫ রান করেই আউট হন তিনি টপলির বলে ক্যাচ দিয়ে।
তবে মজার বিষয় হল, সবার চোখে এটা আউট হলেও আক্ষরিক অর্থে লিটন দাস আউটই ছিলেন না। আর তিনি যে আউট ছিলেন না সেটা বুঝতে না পেরেই উঠে যান মাঠ ছেড়ে।
বল লিটন দাসের গ্লাভসে আসলেই লেগেছিল। আর আমরা জানি যে গ্লাভসে বল লাগলে আউট। কিন্তু তারপরও লিটন দাস আউট হয়নি।
কারণ, লিটনের গ্লাভসে যখন বল লেগেছিল তখন, যে হাতের গ্লাভসে বল লেগেছিল সেই হাতে ব্যাট ধরা ছিল না।
আপনার মতামত লিখুন :