আর মাত্র কিছু ঘন্টার অপেক্ষা। আগামীকাল থেকেই শুরু হতে যাচ্ছে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ ক্রিকেট। আর প্রথম ম্যাচেই খেলতে নামবে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড।
আগামীকাল থেকে বিশ্বকাপ শুরু হলেও বাংলাদেশের খেলা শুরু হবে সাত তারিখ থেকে। বাংলাদেশের প্রথমটাই হবে আফগানিস্তানের বিপক্ষে।
প্রথম ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হবে সেটা নিয়ে ভক্তদের মধ্যে আলোচনা উৎসাহের কমতি নেই। কারণ এবারের দলটাতে রয়েছে দুর্দান্ত সব প্লেয়ার।
ওপেনিংয়ে কে থাকবে? লিটনের সঙ্গে তামিম নাকি মিরাজ? মিরাজকে কি টপ অর্ডারে ব্যবহার করা হবে নাকি মিডলঅর্ডারে ব্যবহার করা হবে সেটাও একটা প্রশ্ন।
পেসার কতজন খেলবে ম্যাচে? স্পিনার থাকবে কতজন? নাসুম কি একাদশে থাকবে? মাহমুদউল্লাহ রিয়াদ একাদশে সুযোগ পাবেন? এমন আরও কত প্রশ্ন ভক্তদের মনে।
এই সব প্রশ্নের উত্তর এবং এই ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হতে পারে সেটা দেখুন ভিডিওতে:-
আপনার মতামত লিখুন :