Logo

বার্সার কপাল ভালো, ইনজুরিতে ভরপুর পোর্তোর স্কোয়াড


sports pratidin প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৩, ১:০৩ অপরাহ্ন / ১১৫৬
বার্সার কপাল ভালো, ইনজুরিতে ভরপুর পোর্তোর স্কোয়াড

উয়েফা চ্যাম্পিয়নস লিগে আজকে মাঠে নামতে যাচ্ছে স্প্যানিশ জায়ান্ট বার্সালোনা। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ পর্তুগীজ জায়ান্ট এফসি পোর্তো। ম্যাচটি হবে পোর্তোর মাঠে।

বার্সালোনা সাম্প্রতিক সময়টাতে দুর্দান্ত খেলছে। তবে চ্যাম্পিয়নস লিগের আসরে প্রতিপক্ষের মাঠে খুব একটা সুবিধা করতে দেখা যায়না তাদের।

আজকে পোর্তোর বিপক্ষে ম্যাচটি তাই বার্সার জন্য কঠিনই হতে পারত। কিন্তু সেটাও হয়তো কিছুটা কমে গেল পোর্তোর ইনজুরি জর্জরিত স্কোয়াডের কারণে।

পোর্তোর অনেক ফুটবলার ইনজুরিতে পরেছেন যাদের অনেকেই আবার নিয়মিত একাদশের প্লেয়ার। এটা অবশ্যই বার্সালোনার কাজটি অনেকটা সহজ করে দিবে।