Logo

সর্বোচ্চ রান করে টুর্নামেন্ট সেরা বিরাট কোহলি


sports pratidin প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৩, ১২:০৮ পূর্বাহ্ন /
সর্বোচ্চ রান করে টুর্নামেন্ট সেরা বিরাট কোহলি

আইসিসি বিশ্বকাপের এবারের আসরের জমজমাট উত্তেজনা আজকে শেষ হয়েছে। ফাইনালে অস্ট্রেলিয়ার শিরোপা জয়ের মধ্য দিয়ে এই লড়াই শেষ হল।

ভারত ফাইনালে হারলেও এবারের আসরে সর্বোচ্চ রানের রেকর্ড গড়া বিরাট কোহলি হয়েছেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড়। বিশ্বকাপে এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড গড়া কোহলি করেছেন ১১ ম্যাচে ৭৬৫ রান।

বিশ্বকাপের এবারের আসরে বিরাট কোহলি মোট ৬টা অর্ধশতক করেছেন। শতক করেছেন তিনটা। ৩টি ম্যাচে তিনি শতকের কাছে গিয়েও স্পর্শ করতে পারেননি।

অবিশ্বাস্য ধারাবাহিক ভাবে ব্যাটিং করা বিরাট কোহলি এবারের বিশ্বকাপে সেরা খেলোয়াড় নির্বাচিত হবেন সেটা একরকম নিশ্চিতই ছিল। আজকে যেন তার নাম ঘোষণার মাধ্যমে সেটারই পূর্ণতা পেল।