আইপিএলে আজকের দিনের প্রথম ম্যাচে জিতেছে কিংস ইলিভেন পাঞ্জাব। মুম্বাইয়ের বিরুদ্ধে ৮ উই্কেটের বড় জয় পেয়েছে তারা।
ম্যাচে প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৭ উইকেটে ১৭৬ রান করে মুম্বাই। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ বলে ৬০ রান করেন ডি কক। এছাড়া রোহিত ১৮ বলে ৩২, হার্ডিক পান্ডে ১৯ বলে ৩১ রান করেন।
জবাব দিতে নেমে ১৮.৪ ওভারেই জয় পেয়ে যায় পাঞ্জাব। গেইল ও রাহুলের ওপেনিং জুটিতে আসে ৫৩ রান। এরমধ্যে ৪০ রান আসে গেইলের ব্যাট থেকে। ২৪ বলে ৪০ রান করেন তিনি।
গেইলের পর ব্যাটিংয়ে নেমে ঝড় তুলেন মায়নাক আগারওয়াল। তিনি ২১ বলে করেন ৪৩ রান। সেই সাথে লুকেশ রাহুল অর্ধশতক পূর্ন করে ৫৭ বলে ৭১ রান করে অপরাজিত থেকে ম্যাচ শেষ করে আসেন।