অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের মধ্যকার পাঁচ ম্যাচ সিরিজের শেষ ম্যাচে আজ মাঠে নামবে দুই দল। বাংলাদেশ সময় বিকাল পাঁচটায় শুরু হবে ম্যাচটি।
আগের চার ম্যাচের সবগুলোতেই জিতেছিল অস্ট্রেলিয়া। তাই আজকের ম্যাচটি তাদের জন্য হোয়াইটওয়াশ করার ম্যাচ।
প্রথম দুটি ম্যাচেই পরে ব্যাটিং করে অস্ট্রেলিয়া জিতেছিল ৮ উইকেটে। আর পরের দুটি ম্যাচে আগে ব্যাটিং করেছিল অস্ট্রেলিয়া।
তবে অস্ট্রেলিয়ার জন্য হোয়াইটওয়াশের ম্যাচ হলেও সেটা থেকে বাঁচার ম্যাচ পাকিস্তানের জন্য। আগের চার ম্যাচ হেরে এমনিতেই বিপর্যস্ত তারা। তাই শেষটা অন্তত ভালো করার প্রত্যাশা পাকিস্তানের।
এই ম্যাচে অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ: উসমান খাজা, ফিঞ্চ, হ্যান্ডসকম্ব, শন মার্শ, মার্কোস স্টোইনিস, গ্লেন ম্যাক্সওয়েল, আলেক্স ক্যারে, নাথান কোল্টার নিল, কেন রিচার্ডশন, নাথান লায়ন, আ্যাডাম জাম্পা।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ: ইমাম উল হক, আবিদ আলী, হ্যারিস সোহেল, শোয়েব মালিক, মোহাম্মদ রিজোয়ান, সাদ আলী, ইমাদ ওয়াশিম, ইয়াসির শাহ, উসমান শেনোয়ারী, জুনায়েদ খান, মোহাম্মদ আমির।
—————————————