আইপিএলে গতকাল দারুণ উত্তেজনাপূর্ন এক ম্যাচ দেখল ক্রিকেট প্রেমীরা। কলকাতা ও দিল্লির মধ্যকার এই ম্যাচটি টাই হয়েছিল।
প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ১৮৫ রান করে কলকাতা নাইট রাইডার্স। জবাব দিতে নেমে সমান ১৮৫ রানই করে দিল্লি। পরে সুপার ওভারে ম্যাচ জিতে নেয় দিল্লি।
তবে এটাই প্রথম নয়, এর আগেও আইপিএলে আরো অনেকগুলো ম্যাচ টাই হয়েছিল।
২০০৯ সাল- কেপটাউন- রাজস্থান রয়্যালস বনাম কলকাতা নাইট রাইডার্স।
২০১০ সাল- চেন্নাই- কিংস ইলিভেন পাঞ্জাব বনাম চেন্নাই সুপার কিংস।
২০১৩ সাল- হায়দ্রাবাদ- সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
২০১৩ সাল- ব্যাঙ্গালুরু- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু বনাম দিল্লি ডেয়ার ডেভিলস।
২০১৪ সাল- আবুধাবি- রাজস্থান রয়্যালস বনাম কলকাতা নাইট রাইডার্স।
২০১৫ সাল- আহমেদাবাদ- রাজস্থান রয়্যালস বনাম কিংস ইলিভেন পাঞ্জাব।
২০১৭ সাল- রাজকট- মুম্বাই ইন্ডিয়ান্স বনাম গুজরাট লায়ন্স।
২০১৯ সাল- দিল্লি- দিল্লি ক্যাপিটালস বনাম কলকাতা নাইট রাইডার্স।