আইপিএলে দিনের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে উড়ন্ত সূচনা করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। ১৬ ওভারেই তারা সংগ্রহ করেছে বিনা উইকেটে ১৮৪ রান।
হায়দ্রাবাদের দুই ওপেনার ওয়ার্নার ও বেয়ারস্টো মিলে টর্নেডো গতিতে ব্যাটিং করছেন। এরই মধ্যে এবারের আইপিএলের দ্বিতীয় শতক তুলে নিয়েছেন বেয়ারস্টো। তিনি মাত্র ৫২ বলে সেঞ্চুরি পূর্ন করেছেন।
এই রিপোর্ট লেখার সময় ১১৪ রানে অপরাজিত আছেন ইংলিশ তারকা।
আরেক তারকা ডেভিড ওয়ার্নারও তুলে নিয়েছেন হাফসেঞ্চুরি। তিনিও আছেন এখন সেঞ্চুরির পথে। তিনি ৪১ বলে ৬৯ রান করে অপরাজিত আছেন।