আইপিএলে আজকের দিনের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে উড়িয়ে দিয়েছে সানরাইজার্স। ম্যাচে ১১৮ রানে হেরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
এই ম্যাচে প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ২ উইকেটে ২৩১ রান করে সানরাইজার্স। সেঞ্চুরি করেন দলের দুই ওপেনারই। ওপেনিং জুটিতেই তারা তোলে ১৮৫ রান। ৫২ বলে সেঞ্চুরি পূর্ন করা জনি বেয়ারস্টো ৫৬ বলে ১১৪ রান করে আউট হলে ভাঙে এই জুটি।
ইনিংসে ১২টি চার ও ৭টি ছক্কা মারেন বেয়ারস্টো। বেয়ারস্টোর পর তান্ডব চলতে থাকে ওয়ার্নারের। ৫৫ বলে ৫টি করে চার ও ছক্কায় সমান ১০০ রান করেন অজি তারকা।
এই দুইজনের ব্যাটিং তান্ডবে ব্যাঙ্গালুরুর বোলারদের অবস্থা ছিল একেবারেই নাজেহাল।
জবাবে ব্যাটিং করতে নেমে আফগান তারকা মোহাম্মদ নবির বোলিং তোপে পড়ে মাত্র ১১৩ রানে অল আউট হয় কোহলির দল।
পৃথ্বি শ (১১), হেটমায়ের (৯), ভিলিয়ার্স (১) এবং শিভাম দুবে (৫) চারটি উইকেটই তুলে নেন নবি। ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়ে ব্যাঙ্গালুরুর মেরুদন্ড ভেঙে দেন তিনি।
বাকি কাজটা করেন সন্দিপ শর্মা। ৩.৫ ওভারে ১৯ রানে ৩টি উইকেট তুলে নেন এই তারকা। এই দুই তারকার তোপের মাঝে বাকি তিনটি উইকেট পতন হয় রান আউটেই।