পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আজ মুখোমুখি হয়েছে দল দুটি। আর এই ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের সামনে ৩২৮ রানের টার্গেট ছুড়ে দিয়েছে অস্ট্রেলিয়া।
এদিন টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে আগের মতই দুই ওপেনার খাজা ও ফিঞ্চ স্বাগতিক বোলারদের শ্বাসন করতে থাকে। ফিঞ্চ ও খাজা মিলে ওপেনিং জুটিতে তুলে ১৩৪ রান। ফিঞ্চ ৫৩ রান করে আউট হলে ভাঙে এই জুটি।
এরপর খাজার সাথে যোগ দেন শন মার্শ। এই জুটিতে আরো ৮০ রান যোগ করেন দুজনে। দলীয় ২১৪ রানের মাথায় ব্যক্তিগত ৯৮ রান করে খাজা আউট হলে ভাঙে এই জুটি।
খাজা ফিরে যাওয়র পর ব্যাটিংয়ে নেমে তান্ডব চালাতে থাকে গ্লেন ম্যাক্সওয়েল। মার্শ ও ম্যাক্সওয়েল জুটিতে আসে ৬০ রান। মার্শ ৬১ রান করে ফিরে গেলে এই জুটি ভাঙে।
এরপর একাই তান্ডব চালিয়ে রানকে ৩০০ পাড় করেন ম্যাক্সওয়েল। মাত্র ৩৩ বলে ৭০ রান করেন এই অজি তারকা। তার সব মিলিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাড়ায় ৭ উইকেটে ৩২৭।
পাকিস্তানের পক্ষে উসমান শেনোয়ারী ৪টি ও জুনায়েদ খান তিনটি উইকেট লাভ করেন।